আশুলিয়ায় গার্মেন্টে হামলা : ১৭ মামলায় চার হাজার আসামি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

ন্যূন্যতম মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে পোশাক শ্রমিকদের করা আন্দোলনের মধ্যে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আরো পাঁচটি মামলা হয়েছে আশুলিয়া থানায়। এ নিয়ে এখন পর্যন্ত আশুলিয়া থানায় করা মামলার সংখ্যা দাঁড়াল ১৭টিতে। আর এসব মামলায় মোট আসামি প্রায় ৪ হাজার। গতকাল বেলা ১১টার দিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, আগের ১২টি মামলার পর নতুন আরো পাঁচটি মামলা হয়েছে। ১৭টি মামলার মধ্যে চারটি মামলায় মোট নামীয় আসামি আছে ৬১ জন, বাকিরা অজ্ঞাতনামা। এছাড়া গ্রেপ্তার রয়েছেন মোট সাতজন। ১৭টি মামলায় মোট অজ্ঞাতনামা আসামির সংখ্যা প্রায় ৪ হাজার।