ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুই বোন ও চালক নিহত

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুই বোন ও চালক নিহত

জেলার তারাকান্দায় ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুই বোন ও চালক রয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩ বছর বয়সি হুমায়রা খাতুন নামের এক শিশুকন্যা।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকার এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা পূর্বধলা উপজেলার বইলাম গ্রামের আমছর আলীর ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক মো. মোস্তাকীম (৩০) এবং নেত্রকোনা সদর উপজেলার মদনপুর গ্রামের সিদ্দিকুর রহমানের দুই মেয়ে লাকী আক্তার (৩০) ও সাথী আক্তার (১৭)। তারা সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি থেকে পারিবারিক কাজে ময়মনসিংহ শহরে আসছিলেন বলে জানা গেছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি ময়মনসিংহে আসার পথে তারাকান্দার কাশিগঞ্জ বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজির চালক মুস্তাকীম ও যাত্রী সাথী আক্তার মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সাথীর বড় বোন লাকী আক্তারও মারা যান।

এ ঘটনায় নিহত লাকি আক্তারের ৩ বছর বয়সি শিশুকন্যা হুমায়রা খাতুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত