চট্টগ্রামে প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ১৭ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মেয়র মহিউদ্দিন চৌধুরী-সিডিএ ফ্লাইওভার’ নামে এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ এসব প্রকল্প উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নূরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার একেএম শফিউল্লাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে উদ্বোধন করা প্রকল্পগুলো হচ্ছে নগরীর সিরাজউদ্দৌলা রোড হতে শাহ আমানত ব্রিজ সংযোগ সড়ক (বাকলিয়া এক্সেস) নির্মাণ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর বহিঃসীমানা দিয়ে সুপ রোজ নির্মাণসহ ঢাকা ট্রাংক রোড হতে বায়েজিদ বোস্তামী রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ, লালখান বাজার হতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, চট্টগ্রামের আগ্রাবাদস্থ সিজিএস কলোনিতে জরাজীর্ণ ১১টি ভবনের স্থলে ৯টি বহুতল আবাসিক ভবনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৬৮৪টি ফ্ল্যাট নির্মাণ, চট্টগ্রাম শহরে পরিত্যক্ত বাড়িতে সরকারি আবাসিক ফ্ল্যাট ও ডরমিটরি ভবন নির্মাণ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, জেলা সমাজসেবা কমপ্রেক্স নির্মাণ, মহেশখালী জিরো পয়েন্ট (কালাদিয়ার চর) সিটিএমএস (ধলঘাটপাড়া) গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প, মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ প্রকল্প, আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প, চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ প্রকল্প, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে আমান উল্লাহ ভূঁইয়া কমিউনিটি ক্লিনিক (ওয়ার্ড নং-০১) নির্মাণকাজ (টাইপ-বি), মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের জন্য গ্যাস পাইপলাইন নির্মাণ ও কেজিডিসিএল গ্যাস বিতরণ নেটওয়ার্র্ক আপগ্রেডেশন প্রকল্প, নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন, নির্বাচিত বেসরকারি মাদ্রাসাসমূহের উন্নয়ন, সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ প্রকল্প ও ইউরোপিয়ান সংস্থা, মুজিব কিল্লা নির্মাণ প্রকল্প।
এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মুরালী খালের ওপর ১২১ মিটার দীর্ঘ ভেলালাপাড়া সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
পিসিটি ও বে টার্মিনাল : এদিকে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের (পিসিটি) উদ্বোধন ও বে টার্মিনাল মাস্টারপ্ল্যানের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ প্রকল্প দুটির উদ্বোধন ও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমএ লতিফ, নজরুল ইসলাম চৌধুরী, নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার আবদুল্লাহ আল মামুন চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিরুজ্জামান, সিনিয়র সচিব চন্দা পাল, রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক, বিজিবির রিজিয়ন কমান্ডার, কোস্ট গা মহানগর চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, বিকডার সভাপতি নুরুল কাইয়ুম চৌধুরী, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আরিফ প্রমুখ। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েলসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান। বন্দরের নিজস্ব অর্থায়নে ১ হাজার ২২৯ কোটি ৫৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে নির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) বছরে ২০ ফুট লম্বা ৫ লাখ কনটেইনার হ্যান্ডলিং করা যাবে। এখানে ভিড়তে পারবে সাড়ে ৯ মিটার ড্রাফটের তিনটি জাহাজ।