ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আশুলিয়ায় পোশাক কারখানায় স্বাভাবিক উৎপাদন শুরু

আশুলিয়ায় পোশাক কারখানায় স্বাভাবিক উৎপাদন শুরু

সংকট কাটিয়ে শিল্পাঞ্চল আশুলিয়ায় সব পোশাক কারখানায় স্বাভাবিক উৎপাদন শুরু হয়েছে। তবে একটি কারখানা ছাড়া সব কারখানার শ্রমিকরা কাজে যোগদান করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গতকাল সকালে এ তথ্য নিশ্চিত করেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম।

এর আগে সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার জিরানী বাজার, কবিরপুর, পলাশবাড়ী, কাঠগড়া, জিরাবো, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক, বাইপাইল, শিমুলতলা, জামগড়া, ছয়তলা, নিশ্চিন্তপুর, নরসিংহপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সবগুলো কারখানায় সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, টানা দুই সপ্তাহ বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আন্দোলন করেন শ্রমিকরা। হামলা ও ভাঙচুর করা হয় বিভিন্ন কারখানা। পরে নিরাপত্তার স্বার্থে গত ১১ নভেম্বর আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন কারখানা কর্তৃপক্ষ। পরের দিন শিল্পাঞ্চলের ৭০টি কারখানা ঘুলে দেয়া হয়। এর পরের দিন খুলে দেয়া হয় ৭৫টি কারখানা। সর্বশেষ গতকাল একটি কারখানা ছাড়া সব কারখানা খুলে দেয়া হয় এবং শ্রমিকরা যথারীতি কাজে যোগদান করেন। বেশ কয়েকজন শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, বেতন বৃদ্ধির দাবি জানিয়ে টানা কয়েক দিনের আন্দোলনে কারখানাগুলো বন্ধ করে দেন কর্তৃপক্ষ। এরপর আজ (গতকাল) সকল কারখানা খোলা হয়েছে। আমরা কাজে যোগ দিয়েছি। কাঠগড়া এলাকার ডুকাটি অ্যাপ্যারেলস লিমিটেড কারখানার কয়েকজন শ্রমিক জানায়, তাদের কারখানায় কোনো শ্রমিক আন্দোলন করেনি। তবে শেষের দিকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে বসে ছিল। তাদের কারখানায় বহিরাগতরা হামলা করে। পরে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। আজকে আবার কারখানা খুলে দিয়েছে, তাই সবাই কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত