ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল শুরু

চট্টগ্রামে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল শুরু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিএনপি-জামায়াতের অবরোধের প্রথম দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গতকাল সকাল থেকে তাদের মোতায়েন করা হয়। এরই মধ্যে বিজিবি সদস্যরা নগরীর গুরুত্বপূর্ণ স্থানে টহল দেয়া শুরু করেছে। বিজিবি চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, চট্টগ্রামে সকাল থেকেই বিজিবির সদস্যরা নগরীর বিভিন্ন স্থানে টহল দেয়া শুরু করেছে। আগে মোতায়েন সদস্যসহ মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্ট্যান্ডবাই হিসেবে আরো আট প্লাটুন সদস্য প্রস্তুত আছে। নির্দেশনা পেলে তারা তাৎক্ষণিকভাবে টহলে যুক্ত হতে পারবেন। গতকাল সকালে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে ১৮১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত