ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ

৩ নম্বর সতর্ক সংকেত
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন প্রশাসন। গতকাল থেকে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছে ৪ শতাধিক পর্যটক। নিম্নচাপের কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও সাগর উত্তাল রয়েছে। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল থেকে পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকতে বলা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আবহাওয়ার অধিদপ্তর থেকে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, আবহাওয়ার সতর্ক সংকেতের বার্তা জাহাজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গতকাল সকাল থেকে জাহাজসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজ চলাচল শুরু হলে পর্যটকরাও ফিরতে পারবে।

জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াব-এর সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, গত বুধবার ৩টি জাহাজে করে ৫১৯ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যায়। তার মধ্যে ৩ শতাধিক পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করে। এর পূর্ব থেকে আরো শতাধিক পর্যটক সেন্টমার্টিনে ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্টমার্টিনে ৪ শতাধিক পর্যটক ফিরতে পারেনি। আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজ চলাচল শুরু হবে, তখন সেন্টমার্টিন থাকা ৪ শতাধিক পর্যটককে ফিরিয়ে আনা হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, আবহাওয়ার সতর্কতা সংকেত জারি হওয়ায় পর্যটকরা আটকা পড়েছেন। গত বুধবার বিকাল থেকে আবহাওয়া গুমোট হয়ে আছে। সাগর উত্তাল হয়ে উঠেছে। বুধবার সন্ধ্যার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। সেন্টমার্টিনে অবস্থানরত পর্যটকরা নিরাপদ রয়েছে। তাদের সার্বিক খবরাখবর নেয়া হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্কসংকেত জারি করায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সেন্টমার্টিনগামী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত সব পর্যটককে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে তারা ফিরে আসবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত