অন্যরকম

চাম্বল গাছ থেকে অনবরত ঝরছে মিষ্টি রস!

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশালে একটি চাম্বল গাছ থেকে অনবরত মিষ্টি রস ঝরছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটাকে অলৌকিক ভেবে চাম্বল গাছের রস পান শুরু করেছে গাছ দেখতে আশা দর্শনার্থীরা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বেজহার গ্রামের। ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রহ্লাদ বেপারী জানান, একই বাড়ির প্রদীপ বেপারির একটি চাম্বল গাছ থেকে গত শনিবার সকাল থেকে রস বের হওয়া শুরু হয়। এরপর গাছ জুরে মৌমাছি, প্রজাপতি ও মাছি উড়তে দেখে বাড়ির লোকজন। পরে গাছ থেকে রস বের হওয়ার বিষয়টি তারা জানতে পারেন। বিষয়টি মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তিনি আরো জানান, ঘটনার পর থেকে আশপাশের গ্রামের বাসিন্দারা সকাল থেকে বিকাল পর্যন্ত গাছটি দেখতে ভিড় করছেন। কেউ কেউ আবার এটাকে অলৌকিক ভেবে মনের বাসনা পূরণের আশায় চাম্বল গাছের রস পান শুরু করেছেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ জানান, এক ধরনের পোকার আক্রমণের কারণে এ রকম ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি না দেখে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সরেজমিন পরিদর্শন করে বিস্তারিত বলা যাবে।