গত শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষার ফল ওইদিন রাতেই বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বার কাউন্সিল সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) ড. ওয়াহিদুজ্জামান শিকদার স্বাক্ষরিত ফলাফল সিট সংস্থাটির ওয়েবসাইটে রয়েছে। বার কাউন্সিলের কর্মকর্তারা জানান অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৯ হাজার ১৯৮ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৪ হাজার ৬৪২ জন। এর মধ্যে পাস করেছেন ৬ হাজার ২২৯ জন। এছাড়া ৭ জন পরীক্ষার্থীর ফলাফল পুনঃনিরীক্ষার জন্যস্থগিত রাখা হয়েছে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা এখন পরবর্তী ধাপ লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এমসিকিউ’র পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপের নৈব্যর্ত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে জেলা বার-এ প্র্যাকটিস করতে পারেন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী হিসেবে সনদ পরীক্ষার বিষয়ে সকল সিদ্ধান্ত ও দিক-নির্দেশনা দিয়ে থাকে।