অন্যরকম

স্বর্ণের চেয়েও দামি হাতির দাঁত

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বিশ্বের অন্যতম দামি বস্তু স্বর্ণ। গয়না বানাতেই নয়, এই স্বর্ণ ব্যবহার হয় নানা কাজে। এটি সহজলভ্য একটি বস্তু। বিশ্বের অনেক দেশেই পাওয়া গেছে স্বর্ণের খনি। তবে জানেন কি স্বর্ণের চেয়েও হাতির দাঁত বেশি দামি বস্তু। লাখ লাখ টাকা দিয়ে হলেও হাতির দাঁতের জিনিস কেনা ‘গুড ইনভেস্টমেন্ট’ বলে ধরেন অনেকে। কারণ, এটি বিরল ও দীর্ঘদিন টেকেও। তাই আইভরিতে তৈরি জিনিসের শিল্পজাত, ঐতিহাসিক মূল্য অস্বীকার করা যায় না। হাতির দাঁতের মূল্য ভীষণভাবেও উঠানামা করে। হাতির দাঁতে তৈরি জিনিসের দাম ২০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে। কিলোগ্রামপ্রতি হাতের দাঁতের মূল্য ৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে।