ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিএনপির হরতালের প্রথম দিন পালিত

বিএনপির হরতালের প্রথম দিন পালিত

দ্বাদশ সংসদ নির্বাচনের একতরফা তপশিলের প্রতিবাদে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজধানীতে বিএনপি বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল এবং সমমনা জোটগুলো বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর পুরানা পল্টন, বিজয় নগর, তোপখানা রোড, জাতীয় প্রেসক্লাবের সামনে, সায়েন্স ল্যাবরেটরির সামনে, তেঁজগাও রেল স্টেশন সড়ক, তেঁজগাও শিল্পাঞ্চল সড়ক, বাড্ডা, ফকিরাপুল, গ্রীন রোড প্রভৃতি সড়কে এসব কর্মসূচি পালন করে বিরোধী রাজনৈতিক দলগুলো। তেজগাঁও রেল স্টেশনের সড়ক, ফকিরাপুল, কবি নজরুল সরকারি কলেজ সড়ক, ঝিকাতলা, বনানীর কাকলীর সামনের সড়ক, তেজগাঁও শিল্পাঞ্চল সড়ক ও গুলশানে ছাত্রদল এবং বাড্ডায় মহিলা দল, শাহবাগ, রমনা, মতিঝিল ও গ্রীন রোডে স্বেচ্ছাসেবক দল ঝটিকা মিছিল করে চলে যায়। এসব মিছিলে কোথাও ৩০ থেকে ৩৫ জন আবার কোথাও কোথাও অর্ধশতাধিক নেতাকর্মী ছিলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় একডজনের অধিক নেতৃবৃন্দ কারাগারে আছেন, অন্যরা আত্মগোপনে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিজেও আছেন আত্মগোপনে। অবরোধ কর্মসূচির তিনদিন ভোরে তাকে রাজধানীর তিনটি এলাকায় ঝটিকা মিছিলে দেখা গেছে। প্রতিদিনই তিনি বক্তব্য রাখছেন ভার্চুয়ালি।

এদিকে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ অবস্থায় আছে। গত ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর এই কার্যালয়ে নেতাকর্মী কাউকে দেখা যায়নি, কার্যালয়ের কলাসিবল গেট তালাবদ্ধ দেখা যায়। কার্যালয়ের সামনে দুই পাশে বসানো হয় পুলিশি নিরাপত্তা যা এখনো বলবৎ আছে।

বিএনপির এই আন্দোলনের মধ্যে গত বুধবার তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গত ৩১ অক্টোবর থেকে সরকারি ছুটির দিন ও দুটি মঙ্গলবার ছাড়া প্রতিদিন অবরোধ পালন করে আসা বিএনপি তপশিল প্রত্যাখ্যান করে রোববার ও সোমবার হরতালের ডাক দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত