ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নাশকতার মামলা

যাত্রাবাড়ীতে শ্রমিক দলের নেতাসহ ৪ জন আটক

যাত্রাবাড়ীতে শ্রমিক দলের নেতাসহ ৪ জন আটক

নাশকতার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৩ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আবু বক্করসহ চারজনকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গত শনিবার দিবাগত রাতে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- ডিএসসিসি’র ৬৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. আবু বক্কর (৫৭), ৬২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. আলী আকবর (৪৪), শ্রমিক দলের সদস্য সচিব মো. জিয়াউল হাসান খান (৪০) ও ৪৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক মো. শুক্কুর আলী (৫২)।

গতকাল দুপুরে র‌্যাব-১০ এর উপ-পরিচালক সহকারী পরিচালক (অপস) আমিনুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর থেকে বিএনপি-জামায়তের নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাঙচুর ও ককটেল নিক্ষেপ বা দাহ্য পদার্থ দিয়ে বাসে অগ্নিসংযোগ করে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে।

তিনি জানান, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গত ২৮ অক্টোবর একজন পুলিশ কনস্টেবলকে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এছাড়া তারা সারা দেশে ব্যাপক নাশকতা শুরু করে।

র‌্যাব বলেছে, গ্রেপ্তারকৃতরা ডিএমপির যাত্রাবাড়ী থানার নাশকতা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততা থাকার কথা অকপটে স্বীকার করেছে। এছাড়া ইতোপূর্বে তারা রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধোলাইরপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত