ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা

বললেন ড. মোমেন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন গতকাল বলেছেন, বাংলাদেশ ভিয়েনা কনভেনশন অনুযায়ী এখানে অবস্থানরত সব বিদেশি কূটনীতিকের নিরাপত্তা নিশ্চিত করে আসছে এবং তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা (এখানে অবস্থানরত) সব কূটনীতিকের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। আমরা যথাযথভাবে ভিয়েনা কনভেনশন অনুসরণ করে যাচ্ছি।’ সম্প্রতি বাংলাদেশে মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় ড. মোমেন এদেশে দায়িত্ব পালনকালে বন্ধু রাষ্ট্রসমূহের কূটনীতিকদের ভিয়েনা কনভেনশন লঙ্ঘন না করারও আহ্বান জানান। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে কটূক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মানুষের বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আর তাই কাউকে কোনো বক্তব্য দেয়া থেকে বিরত রাখা সম্ভব নয়। ড. মোমেন বলেন, তবে কেউ যদি কোনো গর্হিত কাজ করে, তাহলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী স্কটিশ পার্লামেন্টের সফররত ক্রস-পার্টি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে তারা জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও শ্রম অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মোমেন বলেন, আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে, তারা আমাদের ভালো বন্ধু। তিনি প্রতিনিধি দলকে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি বলেন ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি, নির্বাচনই হলো সরকার পরিবর্তনের একমাত্র উপায়। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে কিছু রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাদের জন্ম হয়নি, তারা এখন বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের সাথে জড়িত।’

তিনি বলেন, সরকার কাউকে নির্বাচন বানচাল করতে দেবে না, কাউকে জনগণের সম্পত্তি ভাঙচুর বা অগ্নিসংযোগও করতে দেবে না।