প্রযুক্তিগত সক্ষমতা বাড়াচ্ছে ইসি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রযুক্তিগত সক্ষমতা বাড়াবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ৩৭ কোটি টাকার একটি প্রকল্প পেয়েছে সংস্থাটি। চলতি বছরের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবরের মধ্যে বাস্তবায়ন করা হবে প্রকল্পটি। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রশাসনিক আদেশ চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে পাঠিয়েছে ইসি। ওই প্রশাসনিক আদেশে জানানো হয়, ৩৭ কোটি ৫ লাখ ৩৮ হাজার টাকার প্রকল্পের ব্যয়ের খাত রাখা হয়েছে ৪০টি। এগুলোর মধ্যে রয়েছে, নিবন্ধন ফি/যানবাহন নিবন্ধন, নবায়ন, ট্যাক্স টোকেন, ফিটনেস প্রশিক্ষণ, পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট, ভ্রমণ ব্যয়, কম্পিউটার সামগ্রী, মুদ্রণ ও বাঁধাই, স্ট্যাম্প ও সিল, অন্যান্য মনিহারি, সম্মানী, মোটরযান মেরামত ও সংরক্ষণ, আসবাবপত্র মেরামত ও সংরক্ষণ, কম্পিউটার মেরামত ও সংরক্ষণ, অফিস সরঞ্জামাদি মেরামত ও সংরক্ষণ, কম্পিউটার ও আনুষঙ্গিক ও অফিস সরঞ্জামাদি আসবাবপত্র। এছাড়া অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি, কম্পিউটার সফটওয়্যার, মূল বেতন (কর্মকর্তা), শিক্ষা ভাতা, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, অধিকাল ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, বাংলা নববর্ষ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, বিশেষ সুবিধা, আপ্যায়ন ব্যয় হায়ারিং চার্জ/যানবাহন ব্যবহার (চুক্তিভিত্তিক), সেমিনার/কনফারেন্স ব্যয়, উপযোগ সেবা চার্জ, কুরিয়ার, ইন্টারনেট/ফ্যাক্স/টেলেক্স, প্রচার ও বিজ্ঞাপন ব্যয়, বইপত্র ও সাময়িকী এবং আউটসোর্সিং খাতগুলোও প্রকল্পে রাখা হয়েছে। খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রশিক্ষণের পেছনে ১৯ কোটি ৮৬ লাখ ১৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া, বড় ব্যয় ধরা হয়েছে সেমিনার, আউটসোর্সিং এবং অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি খাতে। বর্তমানে ইসি কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম, ফলাফল ব্যবস্থাপনা সিস্টেম, স্মার্ট নির্বাচনি ব্যবস্থাপনা অ্যাপ, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সিস্টেম, ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ও এনআইডি সার্ভার প্রভৃতি ক্ষেত্রে প্রযুক্তির সহায়তা নেয়। ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনি প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে ‘ইসি সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের পরিচালক করা হয়েছে ইসির প্রশাসন ও অর্থ শাখার যুগ্মসচিব মো. মনিরুজ্জামান তালুকদারকে। এছাড়া, পরিকল্পনা, উন্নয়ন ও প্রকাশনা শাখার উপ-প্রধান মুহাম্মদ মোস্তফা হাসানকে উপ-প্রকল্প পরিচালক এবং সিনিয়র সহকারী প্রধান মো. রাজীব আহসানকে সহকারী প্রকল্প পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।