হোয়াটসঅ্যাপে কল রেকর্ড
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কল রেকর্ড করার সুবিধা দেয় না। তবে থার্ড পার্টি অ্যাপস নিরাপদ না হলেও এগওলো ব্যবহার করে কল রেকর্ড করা যায়। তবে আপনি চাইলে ঘুরপথে একটা হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে পারেন। জানলে অবাক হবেন যে, কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই আপনি হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে পারবেন। অত্যন্ত সহজ ও সাধারণ সেই পদ্ধতিতে আপনার স্মার্টফোনের স্ক্রিন রেকর্ডিং অপশনটিকে কাজে লাগাতে হবে। থার্ড পার্টি অ্যাপ কাজে না লাগিয়ে হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে প্রথমেই আপনাকে একটা কল করতে হবে। কলটা শুরু করার পরই আপনার ডিভাইসের স্ক্রিন রেকর্ডিং ফিচারটি অন করুন। অত্যন্ত সহজ এই প্রক্রিয়াটি আপনাকে নিশ্চিত করবে, কোনো অতিরিক্ত সরঞ্জাম বা থার্ড পার্টি অ্যাপের সাহায্য না নিয়ে নির্বিঘ্নে হোয়াটসঅ্যাপ কলটি রেকর্ড করতে পারবেন। বিগত কিছু বছরে বিশেষ করে করোনা অতিমারির পর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অডিও ও ভিডিও কলিংয়ের প্রবণতা ব্যাপক হারে বেড়েছে। টেক্সট মেসেজ পাঠানোর প্ল্যাটফর্ম হিসেবে হাজির হলেও এখন তা মূলত অনেকে অডিও বা ভিডিও কলের জন্য বেশি ব্যবহার করেন। তার উপরে আবার রয়েছে ভয়েস চ্যাটের অপশন, যা জরুরি পরিস্থিতিতেও কলিংয়ের প্রয়োজনীয়তা দূর করে। হোয়াটসঅ্যাপ নিত্যদিন তার ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন ফিচার্স নিয়ে আসছে। পাশাপাশি বিদ্যমান বৈশিষ্ট্যগুলোকেও আরো উন্নত করার জন্য নিয়মিত আপডেটের কাজও চালিয়ে যাচ্ছে তারা। প্ল্যাটফর্মটি প্রথমত তার ব্যবহারকারীদের চ্যাটের সুরক্ষা নিশ্চিত করে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশনের মাধ্যমে। সেই সঙ্গেই আবার অত্যাধুনিক ফিচারগুলো দিয়ে ব্যবহারকারীদের সর্বদা আপডেটেডও রাখতে চায় প্ল্যাটফর্মটি।