কাল শুরু হচ্ছে আমন ধান-চাল সংগ্রহ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চলতি মৌসুমে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। সরকারি গুদামে সরবরাহ করা চালের মূল্য চালকল মালিকদের নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে। গতকাল খাদ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, গত ৮ অক্টোবর সরকারের এক আন্তঃমন্ত্রণালয় সভায় চলতি বছর আমন ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করে খাদ্য মন্ত্রণালয়। প্রতি কেজি আমন ধান ৩০ টাকা, প্রতি কেজি আমন সেদ্ধ চাল ৪৪ টাকা এবং আমন আতপ চালের দাম ৪৩ টাকা কেজি নির্ধারণ করা হয়।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর আমন মৌসুমে দুই লাখ টন আমন ধান, চার লাখ টন সেদ্ধ চাল এবং এক লাখ টন আতপ চাল কেনা হবে। সরকারের ধান-চাল সংগ্রহের এই কার্যক্রম চলবে আগামী ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এদিকে খাদ্য মন্ত্রণালয় এলাকাভিক্তিক আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা বিভাজন অনুমোদন করেছে। সে হিসেবে, সেদ্ধ চালকল মালিকদের চাল সরবরাহের চুক্তি সম্পাদনের সময়সীমা আগামী ২৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। চুক্তিবদ্ধ সেদ্ধ চালকল মালিকদের গুদামে চাল সরবরাহের জন্য ৩০ কেজি ও ৫০ কেজি খালি বস্তা গ্রহণের জন্য জামানত বস্তাপ্রতি যথাক্রমে ৫৫ টাকা ও ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।