সারা দেশে র‌্যাবের ৪৩২ টহল দল ও ২৩২ প্লাটুন বিজিবি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারা দেশে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ৪৩২টি টহল দল মোতায়েন করা হয়েছে। এরমধ্যে রাজধানী ঢাকাতে মোতায়েন করা হয়েছে ১৪৮টি টহল দল। গতকাল সকালে র‌্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চি করেন জানান, যে কোনো ধরনের নাশকতাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ৪৩২টি র‌্যাব টহল দল কাজ করছে।

এছাড়া সারা দেশে ২৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ প্লাটুন বিজিবি। গতকাল সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, নির্বাচন ঠেকানোর নামে সহিংস হরতাল-অবরোধের কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি ও তাদের সমমনা জোট দলগুলো। প্রায় প্রতিদিনই আগুন দেয়া হচ্ছে যানবাহনে।

গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২৪ দিনে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর হরতাল-অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় সারা দেশে ১৯৭টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এই সময়ে গড়ে প্রতিদিন প্রায় ৭টি যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে গড়ে প্রতিদিন প্রায় ৫টি করে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রাজধানী ঢাকায় অগ্নিসংযোগের ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আগুনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। ঢাকা দক্ষিণ সিটিতে ৬০টি, ঢাকা উত্তর সিটিতে ৩৫টি আগুনের ঘটনা ঘটে।