নগরীর চকবাজারে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নগরে কোতোয়ালি থানা পুলিশ। গত বুধবার রাতে নগরের ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছেন। তারা হলো- মো. ওমর (৬৫), সাইফুল ইসলাম (২৩), মো. আম্মার (২৩), মো. আব্দুল মজিদ (১৯), মাহমুদুল হাসান আল বাকি (২১), আল আমিন (১৯), আরাফাত চৌধুরী শিবলু (২২), মিজানুর রহমান (২৫), মো. তানভীর (১৯), আমিনুর রেজা শওকত (২০) ও ইয়াসিন পারভেজ (২৩)।
কোতোয়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বলেন, গত ১২ অক্টোবর অনুমতি ছাড়া সরকার বিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে হাতে লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে নগরের নিউমার্কেট এলাকায় ৫০০ থেকে ৬০০ জামায়াত-শিবিরের নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে। এ সময় যানবাহন চলাচলে বাধা প্রদানসহ যানবাহন ভাঙচুর, জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। ওই সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলা করে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে প্রকাশিত ১১ আসামিকে বুধবার রাত পৌনে ৮টার দিকে চকবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।