জাতীয় সংসদ নির্বাচন সংলাপের তাগিদ বিএনপিপন্থি পেশাজীবীদের
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপশিল দ্রুত বাতিল করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) নেতারা। সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্বাচনি পরিবেশ তৈরির জন্য সংলাপের আহ্বানও জানিয়েছেন তারা। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএসপিপির এক সমাবেশে বক্তারা এ আহ্বান জানান। নির্বিচারে পেশাজীবীদের গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ, একতরফা নির্বাচনের তপশিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এই সমাবেশের আয়োজন করে বিএসপিপি। পরে একটি মিছিল বের করেন পেশাজীবী নেতারা। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম বলেন, বাংলাদেশে ২০১৪ ও ২০১৮ সালে প্রহসনের নির্বাচন হয়েছে। দেশের মানুষ কখনোই সে ধরনের নির্বাচন চায় না। তারা চায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তিনি বলেন, অবিলম্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল করতে হবে। নতুন তপশিল ঘোষণা করতে হবে। যে নির্বাচনে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন- ডা. আবদুল কুদ্দুস, ড. এবিএম ওবায়দুল ইসলাম, রুহুল আমিন গাজী, কাদের গণি চৌধুরী প্রমুখ।