পাইপলাইন ফুটো করে ডিজেল চুরির অপচেষ্টায় মামলা দায়ের

জিজ্ঞাসাবাদের জন্য আটক চার

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

আট মাসের মাথায় ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন ফুটো করে তেল চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চিরিরবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সদরে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের রিসিপ টার্মিনাল অফিসার প্রবীর হীরা জানান, গত শুক্রবার ভোরে রিসিপ টার্মিনালের রাউটারের মাধ্যমে জানা যায় যে, পাইপলাইনে কোথাও ফুটো হয়েছে। ঘটনাটি তাৎক্ষণিক লাইনম্যান জাহাঙ্গীরকে জানানো হলে এলাকা ঘুরে চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের চকইসব এলাকায় জ্বালানি তেলের গন্ধ পাওয়া যায়। এরপর থানা প্রশাসন ও ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় মাটি খনন করে দেখা যায় ১০ ইঞ্চি পাইপ লাইনের মধ্যে ক্লিপ ও চিকন পাইপ লাগিয়ে তেল চুরির চেষ্টা করা হয়।

খবর পেয়ে জেলা প্রশাসক শাকিল আহমেদ চিরিরবন্দরের ইউএনও একেএম শরিফুল হক, সহকারী কমিশনার (ভূমি) রুলান্ট চাকমা, ওসি বজলুর রশিদ এবং ফ্রেন্ডশিপ পাইপলাইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে পাইপলাইনের লিকেজ পাওয়া যায়। লিকেজ আটকানোর জন্য যে ক্লাম সেটা ভারতের সাথে যোগাযোগ করে শুক্রবারই পাইপলাইন কর্তৃপক্ষ পান। লিকেজটি সামান্য হলেও এ ব্যাপারে তা বন্ধে তড়িৎ ব্যবস্থা নেয়া হচ্ছে। পাইপলাইন থেকে কেউ চুরির জন্য ঘটনাটি ঘটিয়েছে কি না, পুলিশসহ পাইপলাইন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছেন। তদন্ত সম্পন্ন হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে কর্তৃপক্ষ জানান।

তবে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, ঘটনা দেখে মনে হচ্ছে এটা তেল চুরির অপচেষ্টা। কারণ, সেখানে মাটি খনন করার পর পাইপ ফুটো করে চিকন আরেকটি পাইপ লাগানো হয়েছে। কিছু তেল বের করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরের রিসিপ টার্মিনালে জ্বালানি পাওয়ার পর মজুত করা হচ্ছে। ইন্ডিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শিলিগুড়িস্থ মার্কেটিং রেল টার্মিনাল থেকে বাংলাদেশের পঞ্চগড় জেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে পার্বতীপুরের পেট্রোলিয়াম করপোরেশনের রেল হেড ডিপো পর্যন্ত ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়। এর মধ্যে বাংলাদেশ অংশে ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার ও ভারতীয় অংশে ৫ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়। এ বছরের ১৮ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি যুক্ত হয়ে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী দিনেই প্রায় ৯০ লাখ লিটার ডিজেল সরবরাহ করা হয়। ১৫ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী প্রথম ৩ বছর ২ লাখ টন, পরবর্তী ৩ বছর ৩ লাখ টন এবং পরে ৪ বছর ৫ লাখ টন ও অবশিষ্ট ১০ লাখ টন ডিজেল ৫ বছরে ভারতীয় কর্তৃপক্ষ সরবরাহ করবে। ১৫ বছর মেয়াদ শেষের আগেই উভয়পক্ষ চুক্তি নবায়ন করবে।