ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে ফিলিং স্টেশনে রাখা তিনটি যাত্রীবাহী বাসে আগুন

নাটোরে ফিলিং স্টেশনে রাখা তিনটি যাত্রীবাহী বাসে আগুন

নাটোর বনপাড়া বাজারে পাটোয়ারী ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলস নামে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গতকাল ভোর ৪টার দিকে বনপাড়া বাজার এলাকার পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর রাতে বনপাড়া বাজারে পাটোয়ারী ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা পর পর তিনটি জিএম ট্রাভেলসে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর দেয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেন। এতে তিনটি বাস পুরোপুরি আগুনে পুড়ে যায়। বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আকরামুল হাসান তুষার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় তিনটি বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তিনটি বাসের ভেতরের অংশে পুরোপুরি পুড়ে যায়। বড়াইগ্রাম থানার কর্মকর্তা ওসি মো. শফিউল আযম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

নাটোর লালদিঘি থেকে নাইট গার্ডের মরদেহ উদ্ধার : নাটোর শহরের লালদিঘি থেকে নবাব আলী (৬০) নামে এক নাইট গার্ডের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লালদিঘিতে থেকে ওই মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী কর্মীরা। নবাব আলী নাটোর শহরের কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আমির আলী ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নবাব আলী ১৫ বছর থেকে লালদিঘিতে নাইট গার্ড হিসেবে কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো গতকাল ভোরে ফজরের নামাজ পড়ে দিঘিতে তিনি কাজে যান। এরপর থেকে নাইট গার্ড নবাব আলী নিখোঁজ হন। স্থানীয়রা সকাল ৭টার দিকে ভাসমান নৌকা মাঝ দিঘিতে দেখতে পেয়ে দিঘির চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে না পেয়ে স্থানীয়রা দিঘির লিজ মালিককে বিষয়টি জানান। পরে তিনি ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবুরি দলকে খবর দেন। ডুবুরিদল ঘটনাস্থলে এসে ১ ঘণ্টার চেষ্টায় লালদিঘি থেকে ওই নাইট গার্ডের মরদেহ উদ্ধার করে।

নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ নাইট গার্ডের মরদেহটি উদ্ধার করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত