কুমিল্লার চৌদ্দগ্রামে ১০৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গাঁজা পরিবহণে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়। গত সোমবার গভীর রাতে চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহার নেতৃত্বে পুলিশ পৃথক এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার সোনাইচার পদুয়া রাস্তার মাথায় চট্টগ্রাম অভিমুখী একটি মিনি কাভার্ডভ্যান আটক করে এতে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যানটি জব্দ করে দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- জেলার চান্দিনার উজিরপুর গ্রামের শফিক ওরফে মনা (৪২) ও নোয়াখালীর ছোট শ্রীরামপুর গ্রামের দেলোয়ার হোসেন টিটু (৪৫)। এর আগে পৃথক অভিযানে ওই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তাকিয়া আমগাছ এলাকা থেকে ৫৬ কেজি গাঁজাসহ চৌদ্দগ্রামের চরপাড়া গ্রামের লিটন মিয়াকে (৩৬) গ্রেপ্তার করে পুলিশ। গতকাল দুপুরে চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা জানান, মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তারের ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে।