নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ময়মনসিংহের চার এমপি-উপজেলা চেয়ারম্যান
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ ব্যুরো
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন না পেয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের দুইজন সংসদ সদস্য (এসপি) এবং দুইজন উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভেতরে-বাইরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল বিকালে সংশ্লিষ্টরা এবং তাদের ঘনিষ্ঠ সূত্র মুঠোফোনে এই প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন। সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীরা হলেন- ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা হচ্ছেন ঈশ্বরগঞ্জের মাহমুদ হাসান সুমন এবং হালুয়াঘাটের মাহমুদুল হাসান সায়েম। এর মধ্যে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে এবার নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। ফলে মনোনয়ন বঞ্চিত হয়ে বর্তমান সংসদ সদস্য আনোয়রুল আবেদিন খান তুহিন গত সোমবার রাতে নিজ বাসভবনের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
একই অবস্থা ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদের। তিনিও এবার নিজ দল আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তার আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী নিলুফার আনজুম পপি। ফলে দলীয় মনোনয়ন থেকে ছিটকে পড়ে এবার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ।
তিনি সাংবাদিকদের বলেন, চক্রান্ত করে আমার নাম মনোনয়ন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সেজন্য আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করব। এতে দলীয় নেতাকর্মীসহ মনোনয়ন বঞ্চিত অন্যান্য প্রার্থীরাও আমার সঙ্গে থাকবে বলে আশা করছি। তবে নাজিম উদ্দিন আহাম্মেদ ছাড়াও এই আসনে নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নাজনীন আলম। এদিকে বিগত নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হওয়া ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন এবং হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান সায়েম স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে এরইমধ্যে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন মাহমুদুল হাসান সায়েম। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, তিনি রাজনীতির মাঠে জনপ্রিয়তা প্রমাণের সুযোগ দেওয়ার জন্য। খবরের সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ সুমন বলেন, চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের বিষয়টি প্রক্রিয়াধীন। সেই সঙ্গে স্বতন্ত্র নির্বাচনের জন্য আমি সব প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করছি দলীয় নেতাকর্মী এবং জনগণ আমার সঙ্গে আছে।