ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ছয়টি আসন

আ.লীগসহ ৩১ জন প্রার্থীর মনোনয়ন উত্তোলন

আ.লীগসহ ৩১ জন প্রার্থীর মনোনয়ন উত্তোলন

সিরাজগঞ্জে ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি, তৃণমূল বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল, বিকল্প ধারা, কৃষক শ্রমিক জনতা লীগ, বাসদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গতকাল পর্যন্ত ওই ছয়টি সংসদীয় আসনে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনে বর্তমান এমপি আওয়ামী লীগ মনোনীত প্রকৌশলী তানভীর শাকিল জয়, জাকের পার্টির রেজাউল করিম, (স্বতন্ত্র) প্রার্থী গোলাম মোস্তফা তালুকদার ও জাতীয় পার্টির জহুরুল ইসলাম। সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে আওয়ামী লীগ মনোনীত ড. জান্নাত আরা হেনরী, জাতীয় পার্টির আমিনুল ইসলাম ঝন্টু, তৃণমূল বিএনপির সোহেল রানা, জাকের পার্টির রুবেল সরকার ও (স্বতন্ত্র) প্রার্থী ডা. হাবিবে মিল্লাত মুন্না। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বর্তমান এমপি আওয়ামী লীগ মনোনীত ডা. মো. আব্দুল আজিজ, (স্বতন্ত্র) মোজাফফর হোসেন, জাতীয় পার্টির জাকির হোসেন, বিএনএম পার্টির গোলাম মোস্তফা, (স্বতন্ত্র) শরিফুল আলম খন্দকার, (স্বতন্ত্র) সাখাওয়াত হোসেন, (স্বতন্ত্র) আব্দুল হালিম খান দুলাল, স্বতন্ত্র নুরুল ইসলাম ও জাকের পার্টির আলমগীর হোসেন। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি শফিকুল ইসলাম শফি, জাতীয় সমাজতান্ত্রিক দলের মোস্তফা কামাল বকুল, বিকল্পধারা বাংলাদেশের আইনুল হক ও জাতীয় পার্টির আব্দুল্লাহ আল হাসেম। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি- চৌহালী) আসনে বর্তমান এমপি আওয়ামী লীগ মনোনীত আব্দুল মমিন মণ্ডল, (স্বতন্ত্র) সাবেক বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, (স্বতন্ত্র) সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতালীগের নাজমুল হক, (স্বতন্ত্র) নুরুল ইসলাম সাজেদুল। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত সাবেক এমপি চয়ন ইসলাম, (স্বতন্ত্র) হালিমুল হক মিরু, জাসদের মোজাম্মেল হক, বাসদের রেজাউর রশীদ খান ও জাকের পার্টির রেজাউল করিম বিপ্লব মনোনয়নপত্র উত্তোলন করেছেন। উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত