সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা হরতাল-অবরোধে গত ২৪ ঘণ্টায় ৮টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গতকাল বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার। তিনি বলেন, ২৯ নভেম্বর সকাল ৬টা থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা ৮টি যানবাহনে আগুন দেয়। এর মধ্যে ঢাকা সিটিতে ৩টি, রাজশাহী ১টি, বগুড়ায় ১টি, কুমিল্লায় ৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যেখানে ১টি কন্টেনার, ৫টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট ও ৬৮ জন জনবল কাজ করে। উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৩৬টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।