ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মাদারীপুর-৩ আসন

নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত সংসদ সদস্য মোসা: তাহমিনা বেগম (সিদ্দিকী)।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের কাছে এই অভিযোগপত্র দাখিল করেন তিনি। গতকাল এ বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক।

অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচনি আচরণবিধি না মেনে গত বৃহস্পতিবার নৌকা প্রতীকের প্রার্থী আবদুস সোবাহন মিয়া গোলাপ শতাধিক গাড়ি বহরসহ বহিরাগত ও তার অনুসারীদের সঙ্গে নিয়ে প্রভাব খাঁটিয়ে ব্যান্ড পার্টিসহ ঢাকঢোল বাজান। তার এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের সামিল।

এই বিষয়ে জানতে চাইলে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত সংসদ সদস্য তাহমিনা বেগম সিদ্দিকী বলেন, আবদুস সোবাহান মিয়া গোলাপের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেছি। আশা করছি, নির্বাচন কমিশন বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এই বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, অভিযোগপত্র পেয়েছি। অভিযোগপত্রটি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তবে এ বিষয়ে নৌকার প্রার্থী সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত