রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় শাহাদাত হাওলাদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি তেজগাঁও নাবিস্কো এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতের দিকে তার মৃত্যু হয়। জানা গেছে, শাহাদাত বরগুনা সদর উপজেলার খাকবুনিয়া গ্রামের নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে। তেজগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. আজিজুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারি ওই ব্যক্তি তেজগাঁও রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় দ্রুত তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।’ ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে শাহাদাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই যুবকের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে স্বজনদের সংবাদ দিলে তার শ্যালক রেজাউল তাকে শনাক্ত করেন। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।