দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ দলের আসন বণ্টনের বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচনায়। শরিকদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতির বৈঠক হলেও আসন চূড়ান্ত হয়নি। দায়িত্ব পড়েছে ১৪ দলের সমন্বয়কের ওপর। এবার সেই আসন বণ্টন দ্রুত করতে জোটের সমন্বয়ক আমির হোসেন আমুকে তাগিদ দিয়েছেন শরিকদের একাংশ। গতকাল বিকালে আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় যান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।
জানা গেছে, বৈঠকে আসন বিন্যাস সংক্রান্ত বিষয়ে দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে কি আলোচনা হয়েছে তা খোলাসা করতে রাজি নন জোট নেতারা। জোটের শরিকরা যে দাবিগুলো তুলে ধরেছেন, তা যেন বিশেষভাবে দেখা হয় এবং গুরুত্ব দেওয়া হয়, সে বিষয়ে আমির হোসেন আমুর সঙ্গে কথা বলেছেন জোট নেতারা। এ ক্ষেত্রে জোটের গুরুত্বপূর্ণ দলের নেতারা যেন তাদের পছন্দের আসন পান, সে বিষয়টিও আলোচনায় ছিল বলে জানা গেছে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু জানান, জোটের আসন বিন্যাসের বিষয়টি দ্রুত করার তাগিদ দিয়েছেন তারা। আমরা এমনিতেই সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। টুকিটাকি আলোচনা করে আসলাম।
যাতে উনি (আমির হোসেন আমু) আসন বণ্টনের কাজটা দ্রুততার সঙ্গে শেষ করেন। আমরা আশা করছি, তিন-চার দিনের ভেতরে এটা নিষ্পত্তি হয়ে যাবে। ১৪ দলের আসন বণ্টন নিয়ে নানা দর-কষাকষি চলছে। যা মনকষাকষির পর্যায়েও গেছে। এ বিষয়ে জানতে চাইলে জোটের শরিক দলের এই শীর্ষ নেতা বলেন, যে কোনো আসন বণ্টনে একটা দর-কষাকষি হয়, মন কষাকষি হয়। এরপর একটা সমঝোতা হয়। এটা নিয়ে উদ্বেগের কিছু নেই।