রাশিয়ান সেনাকে ৩.৮ কিলোমিটার (প্রায় ২.৩ মাইল) দূর থেকে হত্যা করেছেন এক ইউক্রেনীয় স্নাইপার। এর মাধ্যমে আগের সব রেকর্ড ভেঙে দিছেন ওই ইউক্রেনীয় স্নাইপার। এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে নিউজউইক। কিয়েভের নিরাপত্তা পরিষেবা জানিয়েছে, ওই স্নাইপার রুশ সেনাকে গুলি চালিয়ে হত্যা করে। এটি আগের রেকর্ড ভেঙে দিয়েছে। ইউক্রেন জানিয়েছে, তাদের স্নাইপার অবিশ্বাস্য দূরত্ব থেকে একজন রাশিয়ান সেনাকে আঘাত করেছিলেন। এসবিইউ (ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা) স্নাইপাররা বিশ্ব স্নাইপিংয়ের নিয়ম পরিবর্তন করছে, দুর্দান্ত দূরত্বে কার্যকরভাবে কাজ করার ক্ষমতা প্রদর্শন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ইউক্রেনের সেনার এমন রেকর্ডের মুহূর্তটি দেখা গেছে। শটটি ‘দি লর্ড অব দ্য হরাইজন’ নামে একটি দেশীয়ভাবে তৈরি রাইফেল দিয়ে করা হয়েছে বলে জানা গেছে। ফুটেজে দেখা যাচ্ছে, ইউক্রেনীয় স্নাইপার দূরপাল্লার শট নেওয়ার পর রাশিয়ান সেনাদের একজন মাটিতে পড়ে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো নিউজ জানিয়েছে, ২০১৭ সালে ইরাকে কানাডিয়ান স্পেশাল ফোর্সের স্নাইপার ৩.৫৪ কিলোমিটার দূর থেকে গুলি করে সফল হয়েছিলেন। ইউক্রেনের স্নাইপার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। এর আগে ২০০৯ সালে আফগানিস্তানে ব্রিটিশ স্নাইপার ক্রেইগ হ্যারিসহ ২.৪৮ কিলোমিটার দূর থেকে গুলি করে সফল হয়েছিলেন।