উখিয়ায় পুলিশি অভিযান

ক্যাম্প থেকে পালিয়ে আসা ৩০ রোহিঙ্গা আটক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ কর্তৃক চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৩০ জন রোহিঙ্গা আটক করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হোসেনের নেতৃত্বে উখিয়া হাইওয়ে রোডে চেকপোস্টে তল্লাশি করে পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে অবৈধভাবে বেরিয়ে আসা রোহিঙ্গারা বিভিন্ন কাজের সন্ধানে বের হয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের সন্ধানে বের হচ্ছে। কাঁটাতারের বেড়া ও ক্যাম্পের অভ্যন্তরে এবং সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১০টি চেকপোস্ট ফাঁকি দিয়ে দেশে ছড়িয়ে যাওয়া ৩০ জন রোহিঙ্গা আটক করা হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বেরিয়ে আসা ৩০ জন রোহিঙ্গাকে আটক করা হয়।