প্রধান বিচারপতির বাসায় হামলা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাভোকেট জয়নুল আবেদীন। তিনি সাংবাদিকদের জানান, আদালত বিষয়টি নিয়ে সাত দিনের রুল জারি করেছে।
গত ৩ ডিসেম্বর হাইকোর্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন চেয়ে আবেদন করা হয়। এর আগে গত ২২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৯ অক্টোবর রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে তার পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিভিন্ন দাবিতে ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে। পাশাপাশি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দলটির নেতাকর্মীদের। ওই ঘটনায় মামলা করা হয়।