ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রে গুলিতে তিনজন নিহত

যুক্তরাষ্ট্রে গুলিতে তিনজন নিহত

যুক্তরাষ্ট্রের নেভাদা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। গত বুধবার লাস ভেগাসের এই বিশ্ববিদ্যালয়ে অতর্কিত হামলায় আহত হয়েছেন অন্তত আরও চারজন। ওই সময় বন্ধুকযুদ্ধে আক্রমণকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লাস ভেগাসের পুলিশ প্রধান অ্যাডাম গার্সিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, নেভাদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বুধবার পৌনে ১২টার দিকে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ওই সময় ঘটনাস্থলে ছুটে যায় ক্যাম্পাস ও স্থানীয় পুলিশ। বন্দুকযুদ্ধে সন্দেহভাজন নিহত হয়েছে।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ শেরিফ কেভিন ম্যাকমাহিল জানান, ছাত্রছাত্রীরা মাঠে খেলাধুলা করছিল। তখন যদি হামলাকারীকে পুলিশ হত্যা না করত তাহলে আরো হতাহতের ঘটনা ঘটতে পারত। ঘটনার সময় ডেস্কের নিচে লুকিয়ে থাকা নেভাদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেভানি মার্টিন জানান, পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। ছাত্রছাত্রীদের রক্ষা করার চেষ্টা করেছি। পরিবেশ এমন ছিল যে ভয়ে চিৎকারও করতে পারিনি। দ্বিতীয়বার এমন পরিস্থিতির সম্মুখীন হতে চাই না। এই ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত