রাজধানীতে বিএনপির মানববন্ধন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিএনপি রাজপথে থাকবে। তিনি বলেন, পরিকল্পিতভাবে গত ২৮ অক্টোবরে আমাদের মহাসমাবেশে হামলা করে প- করে দেয়া হয়েছে। সেলিমা রহমান বলেন, নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। পেঁয়াজের কেজি কত? এভাবে বেশি দিন চলবে না।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার ক্রমাগতভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং আমরা মাঠে থাকব। বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অভিযোগ করে বলেন, কারাগারে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে। মানববন্ধনে আরো বক্তব্য দেন-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী, মোস্তাফিজুর রহমান বাবুল, হুম্মাম কাদের চৌধুরী, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, নাজিম উদ্দিন আলম প্রমুখ।