বীরগঞ্জে অজ্ঞাত রোগে ৩৫ গরু-মহিষের মৃত্যু

এক কোটি টাকার ক্ষতি

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে তিন দিন ধরে অজ্ঞাত রোগে এক খামারির ৩৪টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে। মুখ দিয়ে লালা আসার কিছুক্ষণের মধ্যে মাটিতে পড়ে গিয়ে একের পর এক গরু মারা যায়। হঠাৎ করে অজ্ঞাত রোগে গরুর মৃত্যুতে ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। এ ঘটনায় গত রোববার পর্যন্ত উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর ঘোষ পাড়ার বাসিন্দা মৃত গীরেন্দ্র নাথ ঘোষের ছেলে গোপাল ঘোষের ৩৪টি গরুর মৃত্যু হয়েছে। এছাড়া আশপাশের বেশ কিছু গরু আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত খামারি গোপাল ঘোষ জানান, তার গরুর খামারে ১৩০টি বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। গত বৃহস্পতিবার হঠাৎ করে খামারের বেশ কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়ে। এরপর রাত থেকে গরুর মুখ দিয়ে লালা পড়ার শুরু করে। কোনো কিছু বুঝে উঠার আগেই একের পর এক গরু মৃত্যু কোলে ঢলে পড়ে। কোন রোগে আক্রান্ত হয়েছে, এখনো নিশ্চিত হতে পারছি না। গত রোববার রাত পর্যন্ত খামারের ৩৩টি গরুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে গোবিন্দ ঘোষ জানান, একইভাবে তার খামারের একটি গরু এবং একটি মহিষের মৃত্যু হয়েছে। এতে ক্ষতির হয়েছে প্রায় ১ কোটি টাকা বলে তারা জানান। এর মধ্যে তারসহ প্রতিবেশীদের বেশ কয়েকটি গরু আক্রান্ত হয়েছে। ঘটনার পর থেকে গরু নিয়ে এলাকার মানুষ দিশাহারা এবং খামারিদের মাঝ আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে সংবাদ পেয়ে শনিবার রাত থেকে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. শামীমা বেগমের নেতৃত্বে একটি ভেটেরিনারি মেডিকেল টিম ঘটনাস্থলে অবস্থান করছেন বলে জানিছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ওসমান গণি। তিনি বলেন, গত শনিবার রাতে সংবাদ পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মৃত গরুর স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। সকাল থেকে নিজেও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো বিষয়টি তদারকি করছেন তিনি। এটি ফুড অ্যান্ড মাউথ রোগের লক্ষণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং জেলা হতে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন বলে জানিয়েছেন। ঘটনার পর থেকে খামারিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।