আগামীকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। কাল শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামবে মানুষের। দিবসটি উপলক্ষ্যে গতকালই শেষ মুহূর্তের কাজ শেষ হয়েছে। গতকাল ধোয়া-মোছা এবং রঙের কাজ সম্পন্ন করা হয়। বিদ্যুৎ বিভাগের লোকজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। আজকের মধ্যে প্রস্তুত হবে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ এলাকার সার্বিক নিরাপত্তায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা। স্মৃতিস্তম্ভের পেছনের দিকে আটটি, সামনে আগে থাকা নয়টিসহ বেশ কয়েকটি সিসি ক্যামেরা আজ থেকে চালু করা হবে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতের আঁধারে জাতির মেধাবী সন্তানদের বেছে বেছে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এরপর থেকে প্রতি বছর শোকগাথায় এ দিন স্মরণ করে পুরো জাতি। এটি বাঙালি জাতির জীবনে একটি বেদনার দিন।