ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গুগল মেসেজে পাঠানো যাবে ফটো ইমোজি

গুগল মেসেজে পাঠানো যাবে ফটো ইমোজি

ফোন থেকে ফোনে মেসেজ পাঠানোর জনপ্রিয় অ্যাপ গুগল মেসেজ। এই অ্যাপ অনেক ফোনেই বিল্টইন থাকে। এবার সেই অ্যাপে যোগ হলো নতুন ফটোমোজি ফিচার। সাধারণ ইমোজির থেকে বেশ আলাদা এই সুবিধা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নতুন ফিচার রোল আউট করা শুরু করেছে গুগল। ফটোমোজি কী, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন-

গুগল মেসেজে নতুন ফিচার : মেসেজিংয়ের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ছাড়াও অনেকে গুগল মেসেজ ব্যবহার করে থাকেন। যোগাযোগ রাখার জন্য এই অ্যাপ একাধিক কাজে আসে। এবার ইউজারদের অভিজ্ঞতা বাড়িয়ে তুলতে নতুন ফিচার আনল গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারটির নাম ফটোমোজি। এই ফিচারের সাহায্যে ইউজার তার নিজের ছবি ইমোজি, স্টিকারে পরিবর্তন করতে পারেন। সেই ছবিতে রিয়াকশনও দেওয়া যাবে। ৩০ নভেম্বর এই ফিচারের প্রথম ঘোষণা করে সংস্থা। যখন গুগল মেসেজ ১ বিলিয়ন ইউজারের মাইলস্টোন স্পর্শ করে। এই ফটোমোজি ফিচারের মাধ্যমে ইউজার তার ছবির কোয়ালিটি আরো উন্নত করতে পারবে। ইতিমধ্যে গুগল মেসেজ ইউজারদের এই ফিচার রোল আউট করা শুরু করেছে সংস্থা। কীভাবে ব্যবহার করবেন জেনে নিন। গুগল ফটোমোজি কীভাবে ব্যবহার করবেন? ইউজার যদি মেসেজেস অ্যাপ ব্যবহার করেন তাহলে এবং আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) অন থাকে তাহলে ইমোজি বাটনে একটি ব্যাজ দেখতে পাবেন। নিজের ফটোমোজি যোগ করার জন্য এসএমএস টেক্সটের উপর অথবা আরসিএস চ্যাটের উপর লং প্রেস করুন। এবার স্ক্রল করে রিয়াকশন বারের একদম নিচে চলে আসুন। এখানে একটি নতুন ‘ক্রিয়েট’ বাটন থাকবে। সেখানে ক্লিক করলে ছবি তোলার অপশন আসবে অথবা গ্যালারি থেকেও সিলেক্ট করতে পারেন। এবার যে ইমোজি ঠিক মনে হবে সেটি সিলেক্ট করে পাঠিয়ে দিতে পারেন অপরজনকে। এই ইমেজ পরেও ব্যবহার করারও সুযোগ থাকবে। গুগল ব্লগে জানানো হয়েছে, এই ফটোমোজি ইউজারের বন্ধুরাও ব্যবহার করতে পারবেন। অ্যাপেল আইওএস ১৬ সফটওয়্যারে ঠিক একইরকম একটি সুবিধা রয়েছে। যা ইউজারের ছবি স্টিকারে পরিণত হয়, চ্যাটের মাঝে সেই স্টিকার ব্যবহার করতে পারবেন। এ বছর আইওএস ১৭ সফটওয়্যার আপডেটেও সেই সুবিধা রেখেছে সংস্থা। শুধু মানুষের ছবি, জীবজন্তুসহ একাধিক বস্তুর ছবি স্টিকারে পরিবর্তন করা যাবে বলে জানিয়েছে গুগল। গ্যালারি থেকেই সেই ছবি সিলেক্ট করতে পারবেন। স্যামসাংয়েও এমন একটি ফিচার রয়েছে। তবে আরসিএস বা হোয়াটসঅ্যাপে সেটি পাঠাতে গেলে কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই পিএনজি ইমেজ হিসাবে চলে যায়। গুগল মেসেজেস যেহেতু অ্যানড্রয়েড স্মার্টফোনে ডিফল্ট অ্যাপ হিসাবে রাখার অপশন থাকে। তাই এই সুবিধা অনেকের কাছেই সুবিধা হতে পারে। চ্যাটিংয়ের ক্ষেত্রে এই ধরনের স্টিকার পাঠিয়ে কথোপকথন আরো জমিয়ে তুলতে পারেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত