সিলেট থেকে নির্বাচনি প্রচার

মাঠ পরিদর্শন করলেন আ.লীগ নেতারা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

অলি-আউলিয়াদের পুণ্যভূমি সিলেট থেকেই নির্বাচনি প্রচার কাজ শুরু করবে আওয়ামী লীগ। আগামী ২০ ডিসেম্বর সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) দরগাহ জেয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আর নির্বাচনি সমাবেশ হবে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে।

গতকাল বিকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ সময় আরো উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসজ অন্যরা।

মাঠ পরিদর্শনের আগে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনি সমাবেশের প্রস্তুতি হিসেবে একটি প্রতিনিধি সভা হয়। এতে সিলেট বিভাগের ১৯টি নির্বাচনি আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ বিভিন্ন সাংগঠনিক কমিটির নেতারা অংশ নেন। প্রতিনিধি সভা শেষে সমাবেশস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় নেতারা। এ সময় সাংবাদিকদের জাহাঙ্গীর কবির নানক বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরুর নির্দেশনা রয়েছে ১৮ ডিসেম্বর। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় নির্বাচনি প্রচারণা সিলেট থেকে শুরু করেন। এবারও তার ব্যত্যয় হবে না। তিনি মাজার জেয়ারত করবেন। আলিয়া মাদ্রাসা মাঠে ১০ লক্ষাধিক লোক সমাগম হবে বলে তিনি জানান।

মাঠ পরিদর্শনের আগে নগরীর আরামবাগের একটি কনভেনশন সেন্টারে প্রতিনিধি সভা হয়। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু শুধু বিএনপি-জামায়াত আমাদের বিরুদ্ধে বিশ্ব মোড়লদের দাঁড় করিয়েছে। অথচ আমাদের নেত্রী বিশ্ব মোড়লদের রক্ষচক্ষুকে বৃদ্ধাঙুলি দেখিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন। বিএনপি-জামায়াত বিশ্ব মোড়লদের কাছে ধরনা দিয়ে কিছু করতে না পেরে হরতাল-অবরোধের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করছে। এসব মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় বিশ্ব মোড়লরা কথা বলে না। বিশ্ব মোড়লদের দেখিয়ে দিতে হবে; শেখ হাসিনার দ্বারাই সুষ্ঠু নির্বাচন সম্ভব। প্রতিনিধি সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জেবুন্নেছা হক, শেখ হেলাল এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির আহমদ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বক্তব্য দেন।