পাচারকালে ১৪৯৫ লিটার অকটেন উদ্ধার : আটক এক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে চোরাইপথে মিয়ানমারে পাচারকালে আমদানিকৃত দাহ্য পদার্থ ১ হাজার ৪৯৫ লিটার অকটেনসহ পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার পুরোনো সাম্পান জব্দ করা হয়েছে।
গতকাল ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাটের দক্ষিণ পাশে মেরিন ড্রাইভ সড়কে এ অভিযান চালানো হয়।
আটক মো. হারুন টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার রহিম আলীর ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে একজনকে আটক করে অকটেন উদ্ধার করা হয়, যা সমুদ্র পথে পাচারের চেষ্টা করা হয়েছি। অভিযানে চক্রের আরো ৮ থেকে ৯ সদস্য কৌশলে পালিয়ে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। পলাতক সদস্যদের গ্রেপ্তারের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।