অবসরপ্রাপ্ত বিচারপতিদের জন্য সুপ্রিম কোর্টে লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
সুপ্রিম কোর্ট মূল ভবনের নিচতলার একটি কক্ষে গত রোববারে ফিতা কেটে লাউঞ্জটি উদ্বোধন করেন প্রধান বিচারপতি।
এ সময় প্রধান বিচারপতি বললেন, যারা বিচারপতি থেকে অবসরের পর আইনজীবী হয়েছেন তারা যেন লাউঞ্জটি ব্যবহার না করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত কয়েকজন বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিগণ।
এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার ও সুপ্রিম কোর্টের প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তাগণ।
একই দিনে বিকালে প্রধান বিচারপতির বাসভবনে মিলিত হন সাবেক দশ প্রধান বিচারপতি। সাবেক প্রধান বিচারপতিগণ এক সময়ে বসবাস করা আঙিনায় এসে বিভিন্ন স্মৃতি রোমন্থন করেন। স্মৃতি হিসেবে করেছেন ১০টি গাছ রোপণ করেন।
রাজধানীর হেয়ার রোডের প্রধান বিচারপতির বাসভবন। এ পর্যন্ত ২৩ জন প্রধান বিচারপতি এখানে বসবাস করেছেন।
বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের দাওয়াতে মিলিত হন এই ১০ জন সাবেক প্রধান বিচারপতি। তারা হলেন, সাবেক প্রধান বিচারপতি এটিএম আফজাল, সাবেক প্রধান বিচারপতি কেএম হাসান, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন, সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ সময় প্রধান বিচারপতির বাসভবনের ইতিহাস সম্বলিত বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ফলক উন্মোচন করা হয়। এক পর্যায়ে ফটোসেশন করেন এই সাবেক ১০ প্রধান বিচারপতি।
এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।