জাতীয় সংসদের স্পিকার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ পীরগঞ্জ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আজকে বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশই হচ্ছে তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্মই আমাদের শক্তি, এই তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব। এই তরুণ প্রজন্মই আমাদের আগামী দিনের বাংলাদেশ। বাংলাদেশ আওয়ামী লীগকে যারা আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে, তারাই আজকের তরুণ প্রজন্ম। তাই আগামী ৭ জানুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেটি সবার জন্য যেমন গুরুত্বপূর্ণ, জাতীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের জন্যও। গতকাল পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে যুব-তারুণ্যের সমাবেশে স্পিকার এসব কথা বলেন। পীরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষিন চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, মাজেদ আলীসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা। সমাবেশ সঞ্চালনায় ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রণি। এদিকে সমাবেশ শুরুর পূর্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা মিছিল সহকারে সমাবেশস্থলে সমবেত হন।