ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নিরাপত্তা নিয়ে বৈঠক

১০ ঘণ্টা পরই রেললাইনে নাশকতা

১০ ঘণ্টা পরই রেললাইনে নাশকতা

রেলপথের নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভার ১০ ঘণ্টা পর দিনাজপুরে রেললাইনের স্লিপার খুলে রেখেছিল দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ট্রেনের শতাধিক যাত্রী।

গত মঙ্গলবার রাত ১১টা নাগাদ দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনের আউটারে দুর্বৃত্তরা রেললাইনের স্লিপার খুলে ফেলে। এ সময় পার্বতীপুর থেকে খুলনাগামী আন্তঃনগর রুপসা ট্রেনের লোকোমোটিভ মাস্টার ও সহকারী লোকোমোটিভ মাস্টার রেললাইনের উপর স্লিপার দেখে ট্রেনের গতি কমিয়ে দিয়ে এক পর্যায়ে ব্রেক করেন। এর ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে ট্রেনের শতাধিক যাত্রী রক্ষা পান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) দেবাশীষ চৌধুরী, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার কিছুক্ষণ আগে বিরামপুর রেলস্টেশনের আউটারে রেললাইনের উপর কয়েকটি স্লিপার তুলে রাখে দুর্বৃত্তরা। রাত ১১টায় পাবর্তীপুর থেকে খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ মাস্টার আব্দুর রাজ্জাক ও সহকারী লোকোমোটিভ মাস্টার সনেট মুন্সি রেললাইনের উপর স্লিপার দেখে তাৎক্ষণিক ব্রেক করে দেন।

পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নুরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, ঘটনা জানার পর তৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাইনের উপরে রাখা স্লিপারগুলো সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। অজ্ঞাত দুর্বৃত্তরা এই কাজটি করেছে। এ ব্যাপারে পার্বতীপুর জিআরপি থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ে করেছে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

রেলপথে নাশকতার ১০ ঘণ্টা আগে মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর রেলস্টেশনে রেলপথের নিরাপত্তা নিয়ে জেলা পুলিশ প্রশাসন মতবিনিময় করেছিল। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ) আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান জিয়া, ডিবির ওসি সোহেল রানা, জিআরপির ওসি হারুন উর রশিদ এবং কোতোয়ালি থানার ওসি তদন্ত আব্দুল মোতালেব মতবিনিময় সভায় রেলপথের নিরাপত্তা নিয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত