আশুলিয়ায় চাঁদা না পেয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ

সাইনবোর্ড ভাঙচুর

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আশুলিয়া প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় চাঁদা না পেয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। এ সময় তারা জমিতে থাকা সাইনবোর্ড ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনায় ভুক্তভোগী নূরু মিয়া বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

গতকাল দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ শেখ। এর আগে বুধবার দিবাগত রাতে আশুলিয়ার বড়ওয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- ঢাকার আশুলিয়া থানাধীন বড়ওয়ালিয়া এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে মো. শাকিল আহম্মেদ (৩৫), শওকত আলীর ছেলে মোহাম্মদ আলী (৫০) ও আহাম্মদ আলী (৩২), ইউসুফ আলীর ছেলে মো. আমির হোসেন (৫০), আব্দুর রহমানের ছেলে মো. এখলাস উদ্দিন (৬০), মো. ইয়াব আলীর ছেলে মো. সবুজ (৩২), গুরজু মিয়ার ছেলে মো. সফিকুল ইসলাম (২৮), রহিজ উদ্দিনের ছেলে মো. নেদু মিয়া (৫২), মৃত কাজিম উদ্দিনের ছেলে মো. হানিফ (৫৫) সহ অজ্ঞাতনামা ৭-৮ জন। অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদা না পেয়ে জমি দখলের অভিযোগে আশুলিয়া থানায় মামলা রয়েছে।

ভুক্তভোগী মো. নুরু মিয়া জানান, ২০২১ সালের অক্টোবরে আশুলিয়া থানাধীন বড়ওয়ালিয়া মৌজার আর. এস ১৭৭৪ নং দাগের ১০৬ শতাংশ জমি থেকে ১৭.৫০ শতাংশ জমি তিনি ক্রয় করেন। এরপর জমির দখল বুঝে নিয়ে সেখানে কাঁটাতারের সীমানা প্রাচীর নির্মাণ করে শান্তিপূর্ণ ভোগদখল করতে থাকেন।

তিনি জানান, গেল ১৪ ডিসেম্বর সকালে জিমিটি প্লট আকারে ভাগ করার জন্য বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে অভিযুক্তরা জোরপূর্বক জমিতে প্রবেশ করে এবং তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কোনো প্রকার নির্মাণকাজ করতে দেবে না বলে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভূমিদস্যু চক্রের সদস্যরা জমিতে থাকা সাইনবোর্ড ভাঙচুর করে এবং চাঁদা না দিয়ে নির্মাণকাজ করতে দেবে না বলে হুমকি দেয়। একপর্যায়ে চক্রের সদস্য সফিকুল ইসলাম ও মোহাম্মদ আলী ভুক্তভোগীকে মারার জন্য তেড়ে আসে। এ সময় ভুক্তভোগী প্রাণভয়ে দৌড়ে গিয়ে আত্মরক্ষা করেন। বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই ফরিদ আহমেদ শেখ জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।