বিএনপির গণসংযোগ

প্রথম দিনে রিজভীর লিফলেট বিতরণ

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে তিনদিনের গণসংযোগের প্রথম দিনে গতকাল জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকাল সাড়ে ৮টায় রুহুল কবির রিজভী ৯/১০ জন নেতাকর্মী নিয়ে এলিফ্যান্ট রোড এবং পরে বেইলি রোডের দোকান ও ফুটপাতে পথচারীদের এবং রিকশা-সিএনজি চালক ও যাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের হাতে ৭ জানুয়ারির ভোট বর্জনের লিফলেট তুলে দেন। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। এই গণসংযোগ চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। এছাড়া আগামী রোববার সকাল-সন্ধ্যা অবরোধ পালন করবে, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা এই দলটি। এর আগে গত বুধবার সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন ঘোষণা করেন রুহুল কবির রিজভী। তিনি জনগণকে সব ধরনের ভ্যাট-ট্যাক্স-ইউটিলিটি বিল প্রদান স্থগিত এবং মামলায় আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। গতকাল সকালে লিফলেট বিতরণ শেষে রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এ ধরনের একতরফা নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, এটা কোনো নির্বাচন নয়। এটা একটা প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা করা।