ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

রঙিন বাঁধাকপি চাষে সফল আবদুর রহমান

রঙিন বাঁধাকপি চাষে সফল আবদুর রহমান

চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলার মহেশপুরে রঙিন বাঁধাকপির চাষ ভালো হওয়ায় দারুণ খুশি কৃষক আবদুর রহমান। কৃষক আবদুর রহমান বলেন, আমার স্বপ্ন ছিল রঙিন বাঁধাকপি চাষ করার। পরে অল্প জায়গায় এ বছর পরীক্ষামূলকভাবে আমার স্বপ্ন পূরণে নিজের জমিতে কপির বীজ বুনি। এখন ফলন দেখে আমার মনে হচ্ছে আমি সফলতার অনেকটা কাছাকাছি চলে এসেছি। ভালো দামে এগুলো বিক্রি হবে আশা রাখছি। আগামী বছর আরো ব্যাপকভাবে রঙিন কপি চাষের প্রস্তুতি নেব। তবে আমার এ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উপজেলা কৃষি বিভাগ সব ধরনের পরামর্শ দিয়ে পাশে থাকায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পরীক্ষামূলকভাবে নিজের জমিতে এভাবে বাঁধাকপি চাষ করে অনেকটা সফলতার কাছে পৌঁছে গেছেন তিনি। যার কারণে এলাকার তরুণরা রঙিন বাঁধাকপি চাষে অনুপ্রাণিত হতে প্রতিনিয়ত তার ক্ষেতে ভিড় জমাচ্ছেন। গত বুধবার বিকালে হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানমের নেতৃত্বে একটি টিম আবদুর রহমানের রঙিন বাঁধাকপির খেত পরিদর্শনে আসেন। এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলেন, ঘূর্ণিঝড় মিধিলি ও মিগজাউমের আঘাতে ভেঙে না পরেও রঙিন বাঁধাকপি চাষ করে সাড়া ফেলেছেন কৃষক আবদুর রহিম। ঝুঁকি নিয়ে আমাদের ওপর ভরসা রেখে কৃষিপণ্য উৎপাদনে এ কৃষক এগিয়ে আসায় তাকে ধন্যবাদ জানাচ্ছি। স্বপ্নবাজ কৃষিজীবীদের অনুপ্রাণিত করার জন্যই কৃষি বিভাগ সার্বক্ষণিক কাজ করছে। আমাদের বিশ্বাস ওনাদের হাতেই সমৃদ্ধ হবে হাজীগঞ্জের সবুজ শ্যামল কৃষি খাতগুলো। এ সময় বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহপরাণসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত