ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

দ্বিতীয় দিনেও ভোট বর্জনের আহ্বান

সারা দেশে বিএনপির গণসংযোগ কর্মসূচি

সারা দেশে বিএনপির গণসংযোগ কর্মসূচি

৭ জানুয়ারির ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে দ্বিতীয় দিনের মতো রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি ও সমমনা দলগুলো। গতকাল শুক্রবার ঢাকাসহ সকালে রাজধানীর উত্তরায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানার উদ্যোগে ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লিফলেট বিতরণ করেন তিনি। এদিকে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। গণসংযোগের নেতৃত্বে ছিলেন পরিষদের আহ্বায়ক এজেডএম জাহিদ হোসেন। এ সময় তারা প্রেসক্লাব থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত রাস্তায় সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন।

গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ এখন ভোটাধিকার ফেরত চায়। সেই ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সকালে যাত্রাবাড়ীর ডেমরা রোড থেকে কাজলা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। এছাড়াও ঢাকার বিভিন্ন স্থানসহ দেশের বিভিন্ন বিভাগীয়, জেলা ও থানা পর্যায়ে গণসংযোগ চালায় বিএনপি ও সমমনা দলগুলো।

এর আগে গত বৃহস্পতিবার গণসংযোগের প্রথম দিন ঢাকাসহ সারা দেশে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করেন বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। আজ শনিবারও সারা দেশে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হবে। আগামীকাল সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত