ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কম ঘুমে ক্যান্সারের ঝুঁকি

কম ঘুমে ক্যান্সারের ঝুঁকি

বর্তমানে ব্যস্ততার কারণে মানুষের জীবনযাত্রায় এসেছে অনেক পরিবর্তন। কাজের চাপ, ট্রাফিক জ্যাম, পারিবারিক অশান্তি সবকিছুকে সঙ্গী করেই চলতে হয়। এসবের প্রভাব পড়ে ঘুমে। অনেক মানুষই আছেন, যারা ঠিকমতো ঘুমান না। কিংবা কম ঘুমান। জানেন কী, ঘুমের সময়সূচির এই পরিবর্তনে বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি। কম ঘুমের সঙ্গে ক্যান্সারের এমনই উদ্বেগজনক সংযোগ খুঁজে পেয়েছেন গবেষকরা। তাদের তথ্য অনুযায়ী, যারা রাতে ৬ ঘণ্টার কম ঘুমান এবং দিনের বেলায় ঘুম থেকে বিরত থাকেন, তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। অনেকে ঘুমাতে গিয়ে মধ্যরাত পার করে দেন। অন্য একটি গবেষণা বলছে, এটি একটি উদ্বেগজনক বিষয়। কারণ এটি স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। দীর্ঘসময় কম্পিউটারের সামনে থাকার ফলে মেলাটোনিনের মাত্রা হ্রাস পায়। এই হরমোনটি ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হরমোন কমে গেলে ক্যান্সারের কোষ উৎপাদনের প্রবণতা বৃদ্ধি পায়। তাহলে উপায়? বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ থাকতে পরিমিত ঘুম জরুরি। ধারাবাহিক ঘুমের সময়সূচি মেনে চলেন। ছুটির দিনে দীর্ঘ সময় ধরে না ঘুমিয়ে রোজ নিয়ম করে ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন। ঘুমাতে যাওয়ার সময় গ্যাজেট-মুক্ত থাকুন। বিছানায় যাওয়ার আগে, নিশ্চিত হয়ে নিন যে আপনার চারপাশে কোনও গ্যাজেট নেই। ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে থেকে সব ধরনের স্ক্রিন থেকে ছুটি নিন। পাশাপাশি ভালো ঘুম চাইলে ক্যাফিন এড়িয়ে চলুন। শারীরিক চর্চা করুন। সকালে ঘুম থেকে উঠে উষ্ণ পানি দিয়ে গোসল করে ফেলুন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত