ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াই শুরু

ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াই শুরু

৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান ঠাকুরগাঁও সুগার মিলের ৬৬তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার বিকালে ডোঙ্গায় আখ ফেলার মধ্যদিয়ে মাড়াই মওসুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপসচিব শামিম সুলতানা, মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান বাবলুসহ অন্যরা উপস্থিত ছিলেন। মিলের মাড়াই কার্যক্রম চলবে ৪৫ থেকে ৫০ দিন। মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে ৫০ দিন মিলটি চালু রেখে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৫৫০ মেট্রিক টন চিনি উৎপাদন করবে। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ।

ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থানা পরিচালক শাহজাহান কবির বলেন ৪ হাজার ৫৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মাড়াই কার্যক্রম শুরু করছি। আগামীতে ৭ হাজার একরের প্লানটেশন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আশা করছি সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত