নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিচালনার জন্য পুলিং এজেন্টদের পারফর্মেন্স কেমন হবে- এ বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেছেন ঢাকা ৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী নসরুল হামিদ বিপু। শনিবার বিকালে উপজেলার বাদামগাছতলা এলাকার জিসান কমিউনিটি সেন্টার এ কর্মশালা করা হয়। দলের পক্ষ থেকে ১ হাজার ৫০০ পুলিং এজেন্ট যাচাই-বাছাই করে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় নৌকার মনোনীত প্রার্থী নসরুল হামিদ বিপু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কাছ থেকে সুষ্ঠু ও নির্ভুল ভোট গ্রহণের জন্য এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা নির্বাচনে জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রার্থী হিসেবে পুলিং এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। প্রশিক্ষণ প্রদানে ছিলেন দ্যা ইভেনটর কোম্পানির সিইও মোহাম্মদ ইকবাল হোসেন পাটোয়ারী। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, জিনজিরা ইউপি চেয়ারম্যান শাকুর হোসেন সাকুসহ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আরো অনেকে।