সিরাজগঞ্জে বোমা বিস্ফোরণে আহত কুষ্টিয়ার ফজলুর মৃত্যু
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় বোমা বিস্ফোরণে আহত ফজলুল হকের (৪৫) মৃত্যু হয়েছে। সে কুষ্টিয়া সদর উপজেলার মিনপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ওই পৌর এলাকার জনৈক মোতালেব নেতার বাড়িতে বোমা তৈরি করছিল। এ সময় বোমা বিস্ফোরণেই ফজলু ও জিন্নাহ আহত হয়। তাদের বিলম্বে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে ফজলু মারা যায়।
নিহত ফজলুল হকের বড় ভাই মজনু ও মেয়ে জামাই রকি সাংবাদিকদের বলেন, বোমা বিস্ফোরণে আহত ফজলু শুক্রবার সকালে মারা গেছে। গতকাল সন্ধ্যায় তার মরদেহ আসেনি। ঢাকা শাহবাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ওই ব্যক্তি শুক্রবার সকালে মারা গেছেন। শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে বোমা বিস্ফোরণে তিনি আহত হয়েছিলেন এবং চিকিৎসক লিখেছেন বোমা বিস্ফোরণে তিনি মারা গেছেন। এ বিষয়ে সিরাজগঞ্জের ওসির সঙ্গে যোগাযোগ করেছি। তবে ওনারা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা সাংবাদিকদের বলেন, ওইদিন রাতে বোমা বিস্ফোরণের শব্দ শুনেছি। জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর সমর্থক মোতালেব সরকার নির্বাচনে নাশকতা সৃষ্টির উদ্দেশে তাকে এনে বোমা তৈরি করছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এদিকে শ্রমিকলীগ নেতা মোতালেব সরকার বলেন, আমরা নৌকার ভোটের জন্য কাজ করছি। ওইদিন দুপুরে বাড়িতে রান্নার সময় প্রেশার কুকারটি বিস্ফোরিত হয় এবং এ ঘটনায় কেউ আহত হয়নি। বোমা বিস্ফোরণে ফজলু নামে একজনের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি ওই ব্যক্তি চেনেন না। বেলকুচি থানার ওসি আনিছুর রহমান আলোকিত বাংলাদেশকে জানান, এ বিষয়টি জোর তদন্ত চলছে। ফজলু নামে ওই ব্যক্তির মৃত্যুর কথাও শুনেছি। তবে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।