কামেডি নামের একটি জার্মান প্রতিষ্ঠান একটি ইউএসবি টাইপ-সি ডঙ্গল এনেছে। ‘র’ নাম (Heat-It)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মৌমাছি, মশার কামড়সহ যেকোনো পোকামাকড়ের কামড় নিমেষের মধ্যে নিরাময় করতে পারে ডঙ্গলটি। ছোট্ট এই গ্যাজেটটি আপনার ফোনের টাইপ-সি পোর্টের সঙ্গে ফিট করা যেতে পারে এবং একটি ধাতব পৃষ্ঠে তাপ উৎপন্ন করে। এই ডিভাইসটির ফিচার শুনলে আপনি অবিশ্বাসও করতে পারেন। কিন্তু এর কার্যক্ষমতা আপনাকে অবাক করবে। ডিভাইসটি তাপ উৎপন্ন করে পোকামাকড়ের কামড় নিরাময় করতে পারে। আপনি এটিকে প্লাগ ইন করার পরে অ্যানড্রয়েড বা আইওএস ফোন থেকে অ্যাপটি ব্যবহার করুন। তবে আপনি কী ডিভাইসের সংবেদনশীলতা নিয়ে চিন্তিত? এই অ্যাপটি তার ব্যবহারকারীদের একাধিক সেন্সিটিভ স্কিন মোড অফার করছে। সেই অনুযায়ী তাপমাত্রা সামঞ্জস্য করে ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপের মাধ্যমে মানুষকে স্বস্তি দিতে পারে। সুইডিশ জার্নাল অ্যাক্টা ডার্মাটো-ভেনরিওলজিকাতে প্রকাশিত একটি গবেষণার মাধ্যমে কামেডি নামের এই সংস্থাটি এই ডঙ্গল নিয়ে তাদের দাবিকে সমর্থন করে। হিট-ইন ডিভাইসের দ্বারা পরিচালিত এই গবেষণা, পোকামাকড়ের কামড় বা হুলের চুলকানি থেকে মুক্তি দেওয়ার জন্য তাপের প্রভাবের ওপর প্রথম নিয়ন্ত্রিত এবং বাস্তব সম্মতও বটে। ১ হাজার ৭০০ জন ব্যক্তির ওপর ১ হাজার ২০০০ বারেরও বেশি বার চিকিৎসার পর দেখা গিয়েছে, চুলকানি এবং ব্যথার মাত্রা অনেকটাই কমাতে পারে এই ডঙ্গল। এই উদ্ভাবন বহু পুরোনো সমস্যার হাই-টেক সমাধান দিতে পেরেছে। যদিও আগে মানুষজন ফুটন্ত পানিতে ডুবানো গরম চামচ বা একটি উষ্ণ কাপের আশ্রয় নিতেন এই ব্যথাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য। হিট-ইট ডঙ্গল সেই জায়গায় আরো সুবিধাজনক সমাধান দিতে পেরেছে। বাইরে বেড়াতে গেলে বা পাহাড়ে ট্রেক করার সময় এই ডঙ্গল সব থেকে বেশি পরিমাণে কাজে লাগতে পারে। ডঙ্গলটি আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে পাওয়া যাচ্ছে।