ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা

বিএনপির উদ্বেগ
খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের কেবিনে এক অজ্ঞাতনামা যুবকের প্রবেশের চেষ্টার ঘটনায় দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গতকাল দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচির রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গত শনিবার সন্ধ্যার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাতনামা যুবকের প্রবেশের চেষ্টা করে এবং এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

রিজভী বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। দীর্ঘদিন গুরুতর অসুস্থ খালেদা জিয়া হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে সেটি জেনে দেশবাসী বিস্মিত। তার মতো একজন নেত্রী যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, তার নিরাপত্তা বেষ্টনি ভেদ করে কীভাবে একজন অজ্ঞাতনামা যুবক কেবিনের ভেতরে ঢোকার চেষ্টা চালায় সেটি অত্যন্ত রহস্যজনক এবং জনমনে গভীর সংশয় সৃষ্টি করেছে। হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা কোনো গভীর চক্রান্তের অংশ কি না, সেটি নিয়েও মানুষের মাঝে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে বলে মনে করেন রিজভী। তিনি বলেন, আমি এই ঘটনায় বিচলিত ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জোর আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত